Pages

লেকচার দেওয়া বা বই লেখা আর দ্বীন পালনে অগ্রগামী হওয়া এক নয়।

লেকচার দেওয়া বা বই লেখা আর দ্বীন পালনে অগ্রগামী হওয়া এক নয়। এমন অনেক ভাই বোন দেখেছি যাদেরকে পাল্লার একপাশে তুলে অপরপাশে নির্দিধায় দু' তিন জন আলেম/শাইখকে তুলে দিতে পারবেন এবং গায়রে আলেমের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ!
আসলে আল্লাহর কাছে লেকচার বা লেখনীর চেয়ে আমল ও ইখলাস বেশি গুরুত্বপূর্ণ।
যাঁদের মধ্যে ইলমের সাথে আমল ও ইখলাস আছে, এমন উলামাগণের বিষয়েই আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-'আবেদের তুলনায় আলেমের মর্যাদা তেমন সকল তারকা সমুহের তুলনায় পূর্ণিমার রাতে চন্দ্রের মর্যাদা যেমন'। (সুনানে আবু দাঊদ) এর বিপরীতে বর্ণিত হয়েছে, জাহান্নাম উদ্বোধন করা হবে ইখলাস বিহীন আলেমদের দিয়ে! (মুসলিম)
এযুগে নীতিবান লোকের চেয়ে নীতিকথা বলা ও লেখার লোক বেশি। আল্লাহ আমাকে ও সকল দ্বীনি ভাই বোনকে একাধারে ইলম, আমল ও ইখলাস দ্বারা সুসজ্জিত হওয়ার তাউফীক দান করুন।

No comments:

Post a Comment